বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন

আপনার স্মার্টটিভি সাবধানে ব্যবহার করুন!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১২৫ বার পঠিত
ছবি সংগৃহীত

ভোল্টেজের তারতম্যের কারণে অনেক সময় ইলেকট্রিক্যাল ডিভাইস বিস্ফোরণ হতে পারে। তাই ঘরে বিদ্যুতের ভোল্টেজের তারতম্য দেখলে টিভি বন্ধ রাখুন। ইলেকট্রিক কানেকশনে এ ধরনের সমস্যা থাকলে যে কোনো ডিভাইস খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি বিস্ফোরণের সম্ভাবনাও তৈরি হয়।

’ টিভির সার্কিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যাপাসিটর। খারাপ মানের ক্যাপাসিটর ব্যবহার করলে টিভি বিস্ফোরণের সম্ভাবনা তৈরি হয়। এমনকি আগুন ধরে যেতে পারে। তাই নিয়মিত টিভির যন্ত্রাংশ পরীক্ষা করুন।

’ বাড়ির ওয়্যারিংয়ে সমস্যা আছে কি না নিয়মিত চেক করুন। অনেক সময় ওয়্যারিংয়ে সমস্যা থাকলে টিভি ও অন্যান্য ইলেকট্রিক্যাল ডিভাইসে সমস্যা দেখা দিতে পারে। বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে যে কোনো সময়।

 

’ অনেকেই টিভির সুইচ কখনোই বন্ধ করেন না। সব সময় রিমোট থেকেই টিভি বন্ধ করার অভ্যাস। কিন্তু টিভি দেখা শেষে অবশ্যই মেইন সুইচ বন্ধ করে রাখুন। অনেক সময় টিভির ভিতরে অতিরিক্ত তাপ তৈরি হয়। ফলে আগুন লাগা অথবা বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে।

’ টিভি দেখার সময় সামান্য সমস্যা মনে হলেই দ্রুত সার্ভিসিং করে নিন। যে কোনো ত্রুটি থেকেই এ ডিভাইসে আগুন লেগে যেতে পারে।

’ স্মার্ট টিভি পরিষ্কার করতে কখনোই পানি ব্যবহার করবেন না।

 

’ স্যাঁতসেঁতে দেয়ালে টিভি সেট করবেন না। এতে শর্টসার্কিট হতে পারে।

 

সূত্র:- বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 9 =

এ জাতীয় আরো খবর..