গতকাল ২২ সেপ্টেম্বর ৭ই আশ্বিন বুধবার, দীর্ঘ করোনাকালীন সময়ের পর একটু স্বস্তি পেয়ে, কুষ্টিয়া জেলার কুমারখালি থানার ছেঁউড়িয়া গ্রামে ফকির লালন শাহের মাজার মাঠে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেলো লালন প্রেমিদের ভিন্ন এক অনুষ্ঠান লালন পাগল মেলা।
এবছর ৭ম লালন পাগল মেলা অনুষ্ঠিত হলো। সারা দেশ থেকে লালন পাগল (সরল) দের একসাথে করে ফকির লালন শাহের বাণী নিয়ে শান্তির ধারা, প্রার্থনা এবং ভাব সংগীত করা এই মেলার লক্ষ। অনুষ্ঠানটি সুন্দর ভাবে পালন করার পরিবেশ রাখতে পাগল স্বেচ্ছাসেবীর সাথে লালন একাডেমি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহযোগিতা করেন।
Leave a Reply