রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন

২৭ কেজি হরিণের মাংস সহ দুইজন পাচারকারী আটক।

মোঃ রউফ কয়রা, খুলনা প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৫৩ বার পঠিত

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কালাবগী বাজার সংলগ্ন নদী থেকে হরিণের মাংস পাচারকালে ইঞ্জিন চালিত ট্রলার সহ ২ জনকে আটক করা হয়েছে।

এ সময় ২৭ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে আরও ৫ জন পাচারকারী পালিয়ে যায়। জানা গেছে বন বিভাগ ও নলিয়ান কোষ্টগার্ড গত সোমবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌর্থ অভিযান চালিয়ে এ সকল হরিণের মাংস, ইঞ্জিন চালিত ট্রলার সহ কালাবগী গ্রামের রহিম সানার পুত্র জাফর সানা (৩৯) কে ঘটনাস্থল থেকে আটক করে।

তার স্বীকার উক্তিমতে, পরবর্তিতে এ কাজের সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকাল ৯ টার দিকে আবুলকে গ্রেফতার করে বন বিভাগ ও কোষ্টগার্ডের সদস্যরা।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধণ আইনে মামলা হয়েছে। আটককৃত হরিণের মাংস পাচারকারীদের  কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =

এ জাতীয় আরো খবর..