মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন

২য় বঙ্গমাতা এস.এ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মিশর।

স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৭৯ বার পঠিত

এস.এ গ্রুপের সৌজন্যে আয়োজিত ‘২য় বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৩ আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হলো আজ ১১মার্চ। ০৭মার্চ থেকে শুরু করে আজ ০৫দিন ব্যাপি উক্ত প্রতিযোগিতার ফাইনাল চট্টগ্রাম ক্লাব স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ও রানার্সআপ উভয়েই মিশরের খেলোয়াড়।চ্যাম্পিয়ন হয়েছেন মিশরের ইব্রাহিম ইল্কাবানি, এবং সাইফ শিনাউয়া রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

উক্ত অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াসিকা আয়শা খান এমপি, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ।আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাব লিঃ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগির, ফেডারেশনের সহ সভাপতি মীর্জা সালমান ইস্পাহানী, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এস.এ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম এসপিপি (অবঃ), চট্টগ্রাম ক্লাব লিঃ এর স্কোয়াশের মেম্বার ইনচার্জ মোঃ সালামত উল্লাহ (বাহার) এমবিএ ও এস.এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অংশগ্রহনকারী দেশী-বিদেশী স্কোয়াশ খেলোয়াড়গণ এবং ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়ন নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের উদীয়মান খেলোয়াড়রা দেশের বাইরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। আমার বিশ্বাস বঙ্গমাতার স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট থেকেই একদিন বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরী হবে এবং দেশে ভাবমূর্তিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারবে।

এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম বলেন বঙ্গমাতার স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টটি সফল ভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। এবার আমরা প্রতিযোগিতার পাশাপাশি বঙ্গমাতার স্মরণে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি যার মধ্য দিয়ে বিদেশী খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বঙ্গমাতার জীবন ও কর্ম এবং মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের বিষয়ে জানতে পারবে। তিনি বলেন আমাদের এই বিনিয়োগ একটি সুস্থ ও সবল জাতিগঠনের জন্য চট্টগ্রামকে আন্তর্জাতিক টুর্নামেন্টের উপযুক্ত একটি ক্ষেত্র হিসাবে তৈরী করতে এই টুর্নামেন্ট ব্যাপক ভূমিকা রাখবে।

ফেডারেশনের সাধারন সম্পাদকের মতে স্কোয়াশে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা অনেক। তারা সেই সম্ভাবনাকে সর্বোচ্চ ভাবে কাজে লাগিয়ে দেশের মানমর্যাদা বৃদ্ধি করতে বদ্ধপরিকর। সেই স্বপ্নকে সফল করার জন্যে মিডিয়া সাপোর্ট গুরুত্বপূর্ণ।

বিজয়ী খেলোয়াড়দের ট্রফি ও প্রাইজ মানি প্রদান এবং আকর্ষণীয় সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − nine =

এ জাতীয় আরো খবর..