১৫ই আগস্ট রবিবার চাঁদপুরের কচুয়া উপজেলা ২নং পাথৈর ইউনিয়ন বারৈয়ারা গ্রামের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার,বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের শহীদের স্বরণে,তার নিজ জায়গায় বিভিন্ন ফলজাত বৃক্ষ রোপণ করেন।
তিনি বলেন আমি স্বাধীনতা যুদ্ধে,বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে,এ দেশকে পাকিস্তানি বাহিনী হাত থেকে রক্ষা করতে যুদ্ধে যোগদান করি। বঙ্গবন্ধু জন্ম না হলে স্বাধীন হতোনা এ দেশ,রক্ষা পেতোনা বাংলার মানুষ। আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ রক্ষা করতে সক্ষম হই।তার ডাকেই সারা দিয়ে হারিয়ে ফেলে ৩০লক্ষ মা-বোনদের ইজ্জত। মা-বোনদের ইজ্জতের বিনিময়ে পাই আমরা স্বাধীন একটি দেশ,বাংলাদেশ। সেই স্বাধীনতার ঘোষক ও স্বাধীন মহানায়ককেই বাংলার কিছু রাজাকার,বাংলার কিছু কালো ব্যাজধারী সন্ত্রাসীরা ১৫ই আগস্ট কালো রাতে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ,মাতা ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ রাসেল, শেখ কামালকে। তাই আমি বঙ্গবন্ধু ও সকল শহীদ এবং শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাই বঙ্গবন্ধু ও সকল শহীদদের শ্রদ্ধার্থে বিভিন্ন ফলজাত বৃক্ষ রোপণ করেন।
Leave a Reply