পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাট সেতারা ক্লিনিক রোড দক্ষিণ পাশে । মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১ টায় অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাজী ফার্মস এর এজেন্সির দোকান, কসমেটিকস, ষ্টেশনারি, জুয়েলারি, ঔষধের দোকান, টিনের আরত, ইলেকট্রিকাল পার্টসের দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান, সেলুন টি স্টল ও লেপ তোষকের দোকান ছিল। অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী জুয়েল ও রাজ্জাক মৃধা।
এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন রিয়াজ,দেবাশীষ কর্মকার,নজরুল ইসলাম,সিবু কর্মকার,সাইফুল ইসলাম, নজরুল ইসলাম,হালিম মাওলানা। জরুরি সেবা কল সেন্টার ৯৯৯ এ ফোন পেয়ে পটুয়াখালীর ফায়ার সার্ভিসের ১৮ মিনিটে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নিজাম উদ্দিন স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অনুভূতি টিভির প্রতিনিধিকে বলেন, লেপ তোষকের দোকানে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পটুয়াখালীর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের কে সরকারিভাবে আর্থিক সহায়তা দিবেন বলেন।
Leave a Reply