হারাগাছের ক্ষুদ্র বিজ্ঞানী গোলাপ মিয়া স্বল্প খরচে তৈরি করছে জীপগাড়ি ।
এই জীপগাড়ি তৈরি করে হারাগাছ পৌরসভার বিভিন্ন এলাকায় জীপগাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছে এলাবাসীর। হারাগাছ জয়বাংলা বাজার ধুমের কুটি পশ্চিম পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে গোলাপ মিয়া নিজস্ব অর্থায়নে ব্যাটারি চালিত জিপগাড়ি তৈরি করে এখন পর্যন্ত ৫০ হাজার টাকা খরচে জিপগাড়ি টি শুধু মাত্র গাড়ির বডি তৈরি করে বিভিন্ন এলাকায় গাড়ি চালিয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে,,গোলাপ মিয়া বলেন আরো ১লাখ টাকা হলে জিপগাড়ি টি পুরোপুরি তৈরি হবে। এই করোনা মহামারি ও লকডাউন আর আর্থিক সংকটের কারনে গাড়িটি পুরোপুরি তৈরি করতে পারছে না,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাছে সাহায্য চান গোলাপ মিয়া।
Leave a Reply