হেফাজতে ইসলামের হরতালের তান্ডবকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় মাওলানা মোহাম্মদকে গতকাল ২৯শে এপ্রিল বৃহস্পতিবার বিকালে আটকের পর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুবা আক্তার।
মাওলানা মোহাম্মদ ময়মনসিংহের কওমি আলেমদের সংগঠন ‘ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর’ কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক বলে জানা গেছে। মাওলানা মোহাম্মদের আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন-গত ২৮শে মার্চ হেফাজতে ইসলামের হরতালের নামে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাইপাস সড়কে বাসে আগুন ও পুলিশের ওপর হামলাসহ নাশকতার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। এ মামলায় বুধবার ২৮শে এপ্রিল মাওলানা মোহাম্মদকে নগরীর গলগণ্ডা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। প্রসঙ্গতঃ ময়মনসিংহের হেফাজতে ইসলামের কোনো ধরনের কমিটি না থাকলেও কওমিপন্থী আলেমদের সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর নেতৃবৃন্দ হেফাজতের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
Leave a Reply