ঢাকার অদুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্য চড়াইল গ্রামের সজলদের বাসার তিন তলা ভবনটি হঠাৎ করে হেলে পরে। সকাল আনুমানিক ৭ ঘটিকা সময়ে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে জলাশয়ের পাশে হেলে পরে ভবনটি । ভবনের নিচ তলায় থাকা বাসিন্দারা আটকা পরে যায় । পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ৩ টি টিম এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বাহিনী উদ্ধার কাজ পরিচালনায় ব্যস্ত আছে । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, আহত হয়েছে ৭ জন । গুরুতর আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের মতামত।
Leave a Reply