বাংলাদেশে বিশেষ করে ১৮ বছর এর নিচে শিশুরা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে।
এখন শহর এবং প্রায় গ্রাম অঞ্চলে কিশোর কিশোরীদের হাতে দেখা যায় স্মার্টফোন। পড়াশোনা বা অন্যন্য কাজ কর্ম বাদ দিয়ে ব্যাস্ত হয়ে পরে স্মার্টফোন নিয়ে। দীর্ঘ ২/৩ বছর ধরে দেখা যাচ্ছে যে, বাংলাদেশের ৫০% কিশোর কিশোরী অতিরিক্ত ভাবে আসক্ত হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি সহ সকল অনলাইন গেমে। যার ফলে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে আমাদের যুব সমাজ। দেখা যায় অনেক দরিদ্র পরিবারের সন্তানের রা তাদের অবিভাবকের কাছে আবদার করে স্মার্টফোন কিনে দিতে, কিন্তু সাধ্য তারা ফোন কিনে দিতে না পারলে আসক্তের বশে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আবার দেখা যায়, অনেক ধনী পরিবার তাদের সন্তানদের স্মার্টফোন কিনে দিয়েছে, কিন্তু সেই পরিবার তো আর জানে না, তাদের সন্তানেরা স্মার্টফোন ব্যবহারের ফলে ধ্বংসের দিকে অগ্রসর হয়ে পড়ছে। এভাবে চোখের সামনে দেখতে হচ্ছে ধ্বংস লীলা।
Leave a Reply