২৮ ফেব্রুয়ারী ২০২১ সারাদেশে ২৩ পৌরসভা ও ৪ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় সকাল ৮ থেকে টানা বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ হয়।
ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নীং কর্মকর্তা রবিউল ইসলাম প্রাথমিক ভাবে বিজয়ী ঘোষণা করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আকতার হোসেন বাদলের সহধর্মীনি রাফিয়া আকতার জাহান বেবী (নৌকা) প্রাপ্ত ভোট ২৮ হাজার ২৭৮ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র প্রয়াত আমজাদ হোসেন সরকারের ছোট ভাই আলহাজ্ব রশিদুল ইসলাম সরকার (ধানের শীষ) পেয়েছেন ১০ হাজার ৯৭৮ ভোট।
জাতীয় পার্টীর মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক অভিযোগ করে বলেন আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয় এমনকি আমার বৃদ্ধা মা ভোট দিতে গেলে তাকে ভোট দিতে দেয়া হয়নি। এসব অভিযোগ করে তিনি দুপুর ১২ নির্বাচন বর্জন করেন।
মেয়র পদে ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
Leave a Reply