সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন

সেন্টমার্টিনে সন্ত্রাসী আব্দুর রহমানের গং রা মোঃ তৈয়বকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে।

মুফিজ উদ্দিন, টেকনাফ প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫৪৬ বার পঠিত

সেন্টমার্টিনে কুনার পাড়ার বাসিন্দা হাজী আব্দুস সালামের ছেলে মোঃ তৈয়ব প্রঃ বালিসহ আরও দুই ভাইবোন মোঃ ইসমাইল, হাসিনা আক্তারসহ তাদের মা ফাতেমা খাতুনকে মেরে আহত করার ঘটনায় অবশেষে ৮ জনের নামে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে বলে জানা গেছে। যার মামলা নং ৫৪/৪৮৩। ১২ জুন রাত ৬টা ও ৯টায় পৃথক সময়ে ইউপি রোডস্থ রেড ক্রিসেন্টের সামনে ও কোনার পাড়া বায়তুল জন্নাহ জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। হামলাকারীরা হলেন, পশ্চিম পাড়া ৫ নং ওয়ার্ডের মৃত হোছন আহাম্মদের ছেলে আব্দুর রহমান(২৮), ওসমান গণির ছেলে মোঃ নোহাস(১৮), মৃত আব্দুস শুক্কুরের ছেলে ওসমাণ গণি(২৫), কোনার পাড়ার ছৈয়দ আমিনের ছেলে মোহাম্মদ রিয়াদ(২৫), পশ্চিম পাড়া ৫ নং ওয়ার্ডের মৃত হোছন মোহাম্মদের ছেলে ওসমাণ গণি(৪০), মৃত আব্দুস শুক্কুরের ছেলে শফিউল গণি(২০), ইসহাকের ছেলে মোঃ ফারুক(২০), মৃত আব্দুস শুক্কুরের ছেলে শফিউল গণি(২০), ইসহাকের ছেলে মোহাম্মদ ফারুক(২০), মধ্যম পশ্চিম পাড়া ১ নং ওয়ার্ডর আব্দু শুক্কুর ফকিরের ছেলে মোহাম্মদ কামাল(২২) । তার মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হল পশ্চিম পাড়া ৫ নং ওয়ার্ডের ওসমান গণির ছেলে মোঃ নোহাস(১৮) এবং মধ্যম পশ্চিম পাড়া ১ নং ওয়ার্ডর আব্দু শুক্কুর ফকিরের ছেলে মোহাম্মদ কামাল(২২)। বাকী আসামীরা পলাতক রয়েছে। বাকী আসামীদেরকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানান মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমান। হামলায় আহত হওয়া মামলার বাদী জাহেদ হোসেন বলেন, আসামীরা সকলে মিলে অযথা আমাকে ও আমার ভাইবোন মা’কে এলোপাতাড়ি দা, কিরিচ, লোহার রড দিয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্যেশ্যে মারধর করে। তার মধ্যে অন্যরা আহত হলেও মোঃ তৈয়ব প্রঃ বালির অবস্থা ভাল না হওয়ায় প্রথমে তাকে টেকনাফ ভর্তি করে পরবর্তীতে অবস্থার আরও অবনতি ও গুরুতর আহত হওয়ায় কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে ওনি কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছে। আর বাকী আহতরাও চিকিৎসাধীন রয়েছে। এদিকে গুরুতর আহত হওয়া ভ্যান গাড়ী চালক আব্দুস সালামের ছেলে মোঃ তৈয়ব প্রঃ বালির অবস্থা এত খারাফ যে, তার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানা যায়। পাশাপাশি বাকী আসামীদের আটক করে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছে আহত ব্যক্তিগণ। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, সেন্টমার্টিনে আহতের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ২ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে আর বাকী আসামীদেরকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 19 =

এ জাতীয় আরো খবর..