শেখ হাসিনা সেনানিবাসের অধিনায়ক ৪২ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারি লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মনির হোসেন এই মহামারী করোনা ভাইরাস থাকার কারণে সরকার ঘুষিত লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে পটুয়াখালী জেলায় সেনাসদস্য ৫ টি টিম দিয়ে থাকেন।
পটুয়াখালী সদর, গলাচিপা ও দশমিনা,দুমকি ও বাউফল,মির্জাগঞ্জ, কলাপারা। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মনির হোসেন বলেন, মানুষ মানুষের জন্য, ক্ষুধার যন্ত্রণায় ভুগছে মানুষ দেখেছি দুটি চোখেঁ, হেফাজত করবেন আল্লাহ আমাদের সকলকে। আল্লাহ তায়ালা আমাদের কে এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের মাঝে আমরা কিছু খাবার নিয়ে এসেছি, আমাদের কে বাংলাদেশ সরকার যে খাবার দিয়েছেন সেই খাবার থেকে সঞ্চয় করে আপনাদের জন্য এনেছি। আপনারা সবাই সচেতন থাকবেন এবং সরকার ঘুষিত লকডাউন মেনে চলবেন। ক্যাপ্টেন জাহিদ মাহমুদ জীবন, পটুয়াখালী সদর দায়িত্ব পালনকারী টিমনিয়ে পুরাতন ফেরিঘাট এলাকায় খোঁজ খবর নিয়ে হতদরিদ্রদের মাঝে ৫০ প্যাক খাদ্য বিতরণ করে থাকেন। চাল,ডাল,আটা,আলু,তেল ইত্যাদি। কেপ্টেন মাহমুদ জীবন বলেন, সরকার ঘুষিত লকডাউন কঠোর অবস্থায় থাকবে। আপনারর সবাই পরিষ্কার পরিছন্নতা, মাক্স ব্যবহার করবেন। দূরত্ব বজায় রাখে চলাচল করবেন । নিজেরই নিজেদের কে সচেতন থাকতে হবে।স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদ থাকুন অপ্রয়োজনে ঘরের বাহির হবেন না
Leave a Reply