কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সুন্দরবন আমাদের সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাচিয়ে রাখে।
এই সুন্দরবনকে টিকিয়ে রাখতে সকলকেই এগিয়ে আসতে হবে। সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার প্রতিরোধে তিনি বলেন, এর সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।
সুন্দরবনের বিকল্প কর্মসংস্থান হিসাবে পরিবেশ বান্ধব পর্যটন ইকো-ট্যুরিজম কেন্দ্র স্থাপন করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জেলে বাওয়ালীদের সহযোগিতার বিষয়টি মন্ত্রানালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা করা হবে।
সুন্দরবন খুলনা রেঞ্জের উদ্যোগে ও সুন্দরবন সুরক্ষা প্রকল্পের সহযোগিতায় সুন্দরবন সুরক্ষা ও সংরক্ষণের নিবেদিত স্বেচ্ছাসেবীদের সমাবেশ ও গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
গতকাল ৭ জুলাই বেলা ১১ টায কাশিয়াবাদ স্টেশন চত্বরে এ সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের পরিচালনায় এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেন।
গোল টেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম,এস দোহা (বিপিএম), কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রভাষক শাহনেওয়াজ শিকারী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য,সাংবাদিকও স্থানীয় জন সাধারণ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply