চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এদের মধ্যে পরিচয় মিলেছে ৫ জনের। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে। এ ঘটনায় আহত ২১জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান এসব তথ্য জানান।
নিহত ছয়জনের মধ্যে পাঁচজন হলেন— মো. শামসুল আলম (৫৬), মো. ফরিদ (৩৬), রতন লখরেট (৪৫), আব্দুল কাদের (৫০) এবং সালাউদ্দিন। বাকি একজনের নাম জানা যায়নি।
এছাড়া আহত ২১জনের মধ্যে ১৮ জনের পরিচয় মিলেছে। তারা হলেন— মো. ফোরকান (৩৩), মো. নুর হোসেন (৩০), আ. মোতালেব (৫২), মো. আরাফাত (২২), মাকসুদুল আলম (৬০), মো. ওসমান (৪৫), মো. সোলায়মান (৪০), মো. রিপন (৪০), মো. আজাদ (২২), রিপন (৬০), নারায়ন ধর (৬৪), মো. জসিম (৫০), ফেন্সী (২৬), মো. জাহেদ (৩০), মুবিবুল হক (৪৫), রোজি বেগম (২০) এবং মাহিন শাহরিয়ার (২৬)।
বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে পুলিশের ধারণা, অক্সিজেনের প্ল্যান্ট থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ‘আমাদের সকল চিকিৎসক, নার্স তৈরি আছেন। বাড়তি রোগী এলেও রাখার কোনো সমস্যা হবে না। হাসপাতালে পর্যাপ্ত রক্ত, স্যালাইন, ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে।
এরআগে বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সঙ্গে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার অভিযান অব্যাহত আছে।
Leave a Reply