সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন

সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্বাচন সম্পন্ন হয়েছে।

মিয়া বাবলা সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৫০৯ বার পঠিত

সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সচিব পদে নজরুল ইসলাম (নয়া দিগন্ত) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনের মধ্যদিয়ে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে সীতাকুণ্ড প্রেসক্লাব কর্তৃক নিয়ন্ত্রিত সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

রোববার রাতে ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ট্রাস্টের সচিব পদে নজরুল ইসলাম প্রার্থিতা ঘোষণা করলে এতে তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী নজরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন। এ ছাড়া কল্যাণ ট্রাস্টের অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন সঞ্জয় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তালুকদার নির্দেশ বড়ুয়া।
উল্লেখ্য, কল্যাণ ট্রাস্টের সাবেক সচিব লিটন কুমার চৌধুরী সম্প্রতি প্রেস ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গঠনতন্ত্রের বাধ্য বাধকতার কারণে কল্যাণ ট্রাস্টের সচিব পদ থেকে লিটন কুমার চৌধুরী পদত্যাগ করলে এ অন্তর্বর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমান কল্যাণ ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন এম হেদায়েত (চেয়ারম্যান), নজরুল ইসলাম (সচিব), সঞ্জয় চৌধুরী (অর্থ সম্পাদক), নির্বাহী সদস্যরা হলেন প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সৈয়দ ফোরকান আবু, এম সেকান্দর হোসাইন, প্রেস ক্লাব সেক্রেটারি লিটন কুমার চৌধুরী, কাইয়ুম চৌধুরী, খাইরুল ইসলাম ও কৃষ্ণ চন্দ্র দাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + seven =

এ জাতীয় আরো খবর..