২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকালে উপজেলার জোড়আমতল এলাকার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিনের ব্যক্তিগত পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উল্লাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, হানিফ সওদাগর, মোহাম্মদ রফিক, ছাত্রলীগ নেতা রুবেল, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ গোলাম ফারুক, এসকান্দরসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, আমি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আমার ওয়ার্ডে উল্লেখ যোগ্য অনেক উন্নয়ন মূলক কাজ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাস্তাঘাট নির্মাণ, গাইড ওয়াল নির্মাণ, পুরো গ্রামে সোলার স্ট্রিট লাইট স্থাপনসহ করোনাকালীন নিজের ব্যক্তিগত পক্ষ থেকে গরীব-দুঃখীদের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আমার এ সহযোগিতা সবসময় চলমান থাকবে।
Leave a Reply