সিরাজগঞ্জের সলঙ্গায় ও উল্লাপাড়ায় র্যাবের পৃথক অভিযানে অনুমোদন বিহীন ওষুধ তৈরী ও বিক্রয়ের অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উল্লাপাড়ার শ্রীকোলাস্থ ড্র্রাগসন ফার্মাসিউটিক্যালস্ এ অভিযান পরিচালনা করে র্যাব-১২ এর অপারেশন টিম।
এসময় অনুমোদন বিহীন এগ্রোভেট ওষুধ তৈরী ও বিক্রয়ের অভিযোগে ওয়াহেদ আলী (৩৮) নামের এক ব্যাবসায়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে-ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মঈন উদ্দিন।
২৫ মে রাত ১০ ঘটিকার সময় র্যাব-১২ এর আভিযানিক দল সলঙ্গা থানার সিরাজগঞ্জ সাখওয়াত মেমোরিয়াল হাসপাতাল এর সামনের রাস্তার উপর অভিযান চালিয়ে অনুমোদন বিহিন নিষিদ্ধ নেশা জাতীয় ৫৮৫ পিচ ট্যান্টোজল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-সলঙ্গা থানার চরিয়া শিকার উত্তর পাড়া গ্রামের মৃত আলহাজ¦ মোশারফ হোসেন এর ছেলে ডাঃ নজরুল ইসলাম , মৃত গোলবার হোসেন এর ছেলে ডাঃ লিটন আহম্মেদ, সরাটোল গ্রামের মৃত নুরনবী তালুকদার এর ছেলে মোঃ আহসান হাবিব তালুকদার(৩০)।
আটক আসামীরা নেশা জাতীয় মাদক দ্রব্য টাপেনটাডল ট্যাবলেট দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বিকার করেছে বলে গনমাধ্যমকে বলেন- র্যাব ১২ এর মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
Leave a Reply