সিরাজগঞ্জের সলংগায় হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হসপিটাল থেকে এবার নবজাত শিশু চুরির অভিযোগ উঠেছে।
শনিবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী। শিশুটি তাড়াশ উপজেলার নঁওগা গ্রামের আব্দুল মাজেদ ও সবিতা খাতুন দম্পতির প্রথম ছেলে। হাসপাতালে ব্যবস্থাপক জাকির হোসেন ও বাবা আব্দুল মাজেদ জানান শনিবার সকাল ৮ঃ৩০ মিনিটের দিকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন সবিতা।বেলা ১১টার দিকে সিজারের মাধ্যমে তিনি ছেলে সন্তান জন্ম দেন। প্রসূতি বেশ কিছুক্ষণ অচেতন থাকায়, শিশুটিকে নানি জয়নব কোলে নেন।এ সময় শিশুটির কান্না শুনে বোরকা পড়া একটা মহিলা তার নানি জয়নবের সঙ্গে ভাব জমায়,প্রায় কয়েক ঘন্টা শিশুটিকে মহিলাটি কোলে রাখেন।এক পর্যায়ে জয়নব ঔষধ আনতে গেলে নারীটি শিশু নিয়ে পালিয়ে যায়।ওসি আব্দুল কাদের জিলানী বলেছে আমরা ঘটনা স্থলে রয়েছি,সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
Leave a Reply