সিরাজগঞ্জের সলংগায় ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ সাজু (২২)নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সলংগা থানা পুলিশ। রবিবার(৭ ই মার্চ)রাত পৌনে ২ টার দিকে সলংগা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এসআই ট্রাভেলস্ যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী সাজু জয়পুরহাট পাঁচবিবি থানার রায়পুর গোয়াল পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে বলেন,যাত্রীবাহী বাসে বিশেষ অভিযানে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় জয়পুরহাট থেকে ঢাকা গামী এসআই ট্রাভেলস্ বাসে অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী সাজুকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply