গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে শীতার্ত হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকালে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী তরফ কামাল গ্রামে অরাজনৈতিক-সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর বিভাগ সমিতি, ঢাকার সহযোগিতায় রসুলপুর ইউনিয়ন উন্নয়ন ফোরাম এবং আইয়ুব-রহিমা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
আলহাজ্ব আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কালে উপ-সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মোতাহার হোসেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, রসুলপুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেষ্টা কৃষিবিদ সাদেকুল ইসলাম গোলাপ, সহ-সভাপতি রেখা বেগম, মোফাখেরুল ইসলাম, ছান্দিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তফা রাশেদী রসুলপুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি নিতাই চন্দ্র, ইমাম খাইরুজ্জামান, সুলতানা রাজিয়া পাঠাগারের সভাপতি এবং রসুলপুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন বাবলু ও বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply