মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:২৭ পূর্বাহ্ন

সাংসদ শাহীন চাকলাদারের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার এল করোনা ওয়ার্ডে।

উজ্জল অধিকারী : কেশবপুর উপজেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৬০ বার পঠিত

যশোর জেলার কেশবপুর উপজেলার জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার প্রদান করলেন সাংসদ শাহীন চাকলাদারের নির্দেশে, কেশবপুর পৌরসভার পক্ষ থেকে জননন্দিত পৌর মেয়র রফিকুল ইসলাম ও কেশবপুর উপজেলার সাংসদ শাহীন চাকলাদারের একটি উদ্যোগই বদলে দিল করোনা ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ চিত্র

তাঁর উদ্যোগে এক দিনের মধ্যে সরকারি অক্সিজেন সরবরাহের সঙ্গে যুক্ত হলো অক্সিজেনসহ ১০টি সিলিন্ডার ও ৩০টি পালস অক্সিমিটার । সাংসদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক, রোগী ও স্থানীয় বাসিন্দারা। কেশবপুর উপজেলার জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ড করোনা রোগীতে ঠাসা। রোগীদের চাপে হাসপাতালে থাকা সরকারি অক্সিজেন সরবরাহ ব্যবস্থা যেন কোনোভাবেই চাহিদা মেটাতে পারছিল না। গত কয়েকদিন যাবত কেশবপুরে করোনা রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকে। এমন খবর জানার পরপরই যশোর-৬ আসনের সাংসদ শাহীন চাকলাদার এক ঘণ্টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেনসহ ১০ সিলিন্ডার সরবরাহের জন্য পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম কে নির্দেশ দেন। মাননীয় এমপি শাহীন চাকলাদারের নির্দেশে কেশবপুর পৌরসভার পক্ষ থেকে দশটি অক্সিজেন সিলিন্ডার ও ৩০টি পালস অক্সিমিটার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন এর নিকট হস্তান্তর করেন জননন্দিত পৌর মেয়র রফিকুল ইসলাম। সাংসদ শাহীন চাকলাদারের উদ্যোগে দেওয়া অক্সিজেন সিলিন্ডার স্থাপন করা হচ্ছে জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে। কেশবপুর উপজেলার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসান মিজান রুমি বলেন, করোনার এই মুহূর্তে সাংসদ শাহীন চাকলাদার ও আওয়ামী লীগ নেতা পৌর মেয়র রফিকুল ইসলাম যে মহত্বী কাজ করছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। চিকিৎসক হিসেবে আমরা রোগীদের ব্যবস্থাপত্র এবং হাসপাতাল থেকে ওষুধ দেওয়া হচ্ছে। যার যেটুকু সম্ভব, এভাবে এগিয়ে এলে করোনা নিয়ন্ত্রণে আনা যাবে। অনুভূতি টিভি কে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সবার সঙ্গে কথা হয়। প্রতিদিন দুই তিনবার করে হাসপাতালে যায়।নিজে হাসপাতালের চিত্র দেখে সবকিছু করে যাচ্ছি। ভবিষ্যতে আরও করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =

এ জাতীয় আরো খবর..