প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবীতে সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শনিবার বেলা ২টার সময় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.দুলাল উদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রশিদ খান,হাটিকুমরুল হাইওয়ে থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসাইন,সলঙ্গা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয় প্রমুখ। এসময় সাংবাদিক গাজী আমজাদ হোসেন তালুকদার,রফিকুল ইসলাম মিয়া,রফিকুল ইসলাম মন্টু,শরিফুল ইসলাম শওকত,আমিনুল ইসলাম স্বপন,শহিদুল ইসলাম রানা,মতিন সরকার,কাইয়ুম মাহমুদ,মিজানুর রহমান,ছানোয়ার হোসেন,মাহবুবুর রহমান ও আল আমিনসহ সলঙ্গা থানায় এলাকা কর্মরত সকল গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তাগণ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
Leave a Reply