বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন

সাংবাদিক মহসিন চৌধুরীর মেয়ে সামিহা রুদবার মৃত্যুতে “অনুভূতি টিভি” পরিবারের শোক

অনুভূতি অনলাইন ডেক্স।
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২০৯ বার পঠিত

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা রুদবা চৌধুরী (১৯) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২১ জুন) ভোর ৫টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনুভূতি টিভির ব্যবস্থাপনা পরিচালক নাছির আহমেদ ও অনুভূতি টিভি পরিবার। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সামিহা রুদবা চৌধুরী এ বছর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (ইংলিশ মিডিয়াম) থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ এলিমেন্টারি স্কুল থেকে এসএসসি পাস করেন। জেএসসি ও এসএসসি পরীক্ষাতে তিনি জিপিএ গোল্ডেন ৫ অর্জন করেন।

মঙ্গলবার জোহরের নামাজের পর চট্টগ্রাম নগরীর খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদে রুদবার প্রথম জানাজা এবং আছরের নামাজের পর পটিয়া উপজেলার এয়াকুদণ্ডীর নেয়াজি মুন্সী জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =

এ জাতীয় আরো খবর..