জুয়েল রানার তথ্য ও চিত্রে রিপোর্টে করেছেন মোঃহারুনুর রশিদ, কচুয়া প্রতিনিধিঃ
চাদঁপুর জেলা,কচুয়া থানাধীন আলীয়ারা গ্রামের একতা সংঘের সেচ্ছাসেবী দল করোনা কালীন সময়ে অসহায় মানুষদের ঘরে ঘরে গিয়ে মানুষের হাতে ইফতার পৌছে দেন শুক্রবার (৭ মে) আলীয়ারা প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে “ইফতারে প্যাটেক” বিতরণ করা হয়। পশ্চিম আরীয়ারা একত সংঘ দল সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, করোনার কারণে অনেকেই কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের সবার পাশে আমাদেরকে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াতে হবে। সামাজিক দায়িত্ববোধ থেকে, অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই উদ্যোগ, এছাড়া পশ্চিম আলীয়ারা একতা সংঘ সংগঠন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply