সন্দ্বীপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন গাড়ি শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ ৪ মার্চ ২০২১ এনাম নাহার হাই স্কুল মোড়ে অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশন অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের সংসদ সদস্য আলহাজ মাহফুজুর রহমান মিতা।
উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অনেকে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন দেশে বর্তমান ক্ষমতাশীন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের আমলে সন্দ্বীপের ধারাবাহিক উন্নয়নের অনন্য স্বাক্ষর সন্দ্বীপে নব নির্মিত ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স স্টেশন।
সন্দ্বীপের প্রাণ কেন্দ্র এনাম নাহার মোড়ের একটু উত্তরে সড়ক পার্শ্বে ৩ কোটি ৫০ লক্ষ
টাকা ব্যয়ে মেসার্স এস আর এন্টারপ্রাইজ
সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্স স্টেশনটির নির্মাণ কাজ শেষ হয়
গত ২৭ জুন ‘ ২০২০ খ্রিঃ। ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার সাইফুর রহমান শামীম।
উল্লেখ্য,সন্দ্বীপে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দীর্ঘ দিনের দাবী দ্বীপবাসীর।২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের প্রাক্কালে অন্যতম
প্রতিশ্রুতি ছিলো আওয়ামীলীগ দলীয় প্রার্থী মাহফুজুর রহমান মিতা’র।যা বর্তমানে
বাস্তবে রূপ নিয়েছে। ফলে সন্দ্বীপে ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হলে দ্বীপবাসীর জান মাল রক্ষায় এ প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখবে বলে আশা সন্দ্বীপবাসীর।
Leave a Reply