সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তা করার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব এর উদ্যোগে আজ বুধবার (১৯ মে) সন্দ্বীপ এনাম নাহর চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধ কর্মসূচি থেকে বক্তারা বলেন, সাংবাদিকরা কোনো তথ্যের জন্য ফাইল ধরে টানাটানি করে না।
সরকারের লোকেরাই সাংবাদিকদের তথ্য সরবরাহ করে থাকে। রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত।তাঁরা বলেন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের সর্বাত্মক সহযোগিতা করা সরকারি কর্মচারীদের দায়িত্ব। রোজিনা ইসলামের প্রতি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উদ্দেশ্যমূলকভাবে যে আচরণ করেছে, তার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
অনলাইন প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সন্দ্বীপ অনলাইল প্রেস ক্লাবের সভাপতি মাকসুদ আলম।
Leave a Reply