মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:০৯ পূর্বাহ্ন

সন্দ্বীপে আবারো ৭ রোহিঙ্গা আটক।

মোঃ মাসুদ উদ্দিন,সন্দ্বীপ,চট্টগ্রাম।
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪৮৯ বার পঠিত

সন্দ্বীপ উপজেলায় উড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে ৭ জন রোহিঙ্গা আটক করেছে স্থানীয় লোকজন।

শনিবার বিকেলে স্থানীয় লোকজন রোহিঙ্গাদের আটক করে স্থানীয় পুলিশকে খবর দিলে
পুলিশ এসে রোহিঙ্গাদের ফাঁড়িতে নিয়ে যায়।

আটক রোহিঙ্গারা হলেন- সলিম (২০) পিতা- মোঃ আমীন, জিয়াউর রহমান (২০) পিতা- আব্দুর রহিম, মোছাঃ শারমীন (২২) পিতা- মোঃ আইয়ুব, মোছাঃ লাইলা (২৩) স্বামী- মোঃ সোহেল, মোঃ আমীর (৪) পিতা- মোঃ সোহেল, মোছাঃ তাসলিমা (৫) পিতা- মোঃ সোহেল, মোছাঃ তছমিন আরা (৪) পিতা- মোঃ আইয়ুব।

আটক রোহিঙ্গারা দালালের মাধ্যমে শনিবার ভাষাণচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকা দিয়ে উড়িরচরের উপকূলে আসে। দালালচক্র তাদের নোয়াখালী নিয়ে যাবার কথা বলে উড়িরচরে নামিয়ে পালিয়ে যায়।

উরিরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাবুল আজাদ রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৫ এপ্রিল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১ জনকে আজিমপুর ইউনিয়নে, ৮ মে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৩ জনকে মাইটভাঙ্গা ইউনিয়নে, ১৮ মে ভাসানচর থেকে পালিয়ে আসা ১১ জন রোহিঙ্গাকে মাইটভাঙ্গা ইউনিয়নে, ৩০ মে ১৪ জন এবং ১৭ জুন মুছাপুর ইউনিয়ন থেকে ৯ রোহিঙ্গা নাগরিককে আটক করেছিল স্থানীয় জনতা।

এ নিয়ে ৬ষ্ঠ বারের মত মোট ৪৬ জন রোহিঙ্গা সন্দ্বীপের স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =

এ জাতীয় আরো খবর..