বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন

সত্য পথে চলো হয়তো কষ্ট হবে, কিন্তু মনে রাখ জয়টা একদিন তোমারই হবে – লায়ন নবাব হোসেন মুন্না

অনুভূতি টিভি অনলাইন ডেক্স।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২২০ বার পঠিত

সময়ের নিয়মে প্রথমে আমাদের সাথে ভুল মানুষটারই দেখা হয়। যখন সে ভেঙ্গে দিয়ে চলে যাবে আর কাউকে আপন করার সাহস থাকে না আমাদের, ঠিক তখনি একজন আসবে জীবনে যে কিনা তার বুকের মাঝে জড়িয়ে ধরে তোমার ভাঙ্গা টুকরো গুলো কে যত্ন করে জোড়া লাগিয়ে দেবে।

তোমার সন্দেহ হতেই পারে আবার মানুষটা ভেঙ্গে দিয়ে চলে যাবে না তো। নারে ভাই সবসময় পরের মানুষটাও আবার ভেঙ্গে দিয়ে যায়না। একবার তাকে বিশ্বাস করে দেখেন। হয়তো আসলে হীরা টা পেয়ে যাবে। জীবনে তো অনেক জন আসে কেউ আসে স্বার্থের জন্য কেউ আসে সময় পার করার জন্য। কেউ জীবনকে ধ্বংস করার জন্য আবার কেউ সারা জীবন-যাপন করার জন্য। তবে সত্যি কথা বলতে কি কেউ জীবন থেকে চলে গেলে জীবন তো আর থেমে থাকে না। কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর স্বপ্নগুলো জীবনকে বিষন্ন করে তোলে। নদী কখনো পিছন ফিরে চলে না। সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করেন। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ নিয়ে বাঁচার চেষ্টা করেন। একটা খুব মূল্যবান কথা আছে জীবনে যদি কোন কিছু শেষ হয়ে যায় তাহলে ভাববেন না। সবকিছু শেষ হয়ে গেছে। আপনি হেরে গেছেন শেষ মানে প্রচেষ্টা কখনই মরে না। সময়ের মতো সুখকে কখনো ধরে রাখা যায় না সুখ আসবেই আবার যাবেই। দুঃখ বারবার জীবনে আঘাত করবে। আর এরই মধ্যে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ সংগ্রাম ছাড়া সফলতা কখনো সম্ভব নয়। আর সংগ্রাম ছাড়া জীবনে সুখ আসে না। জীবন আছে মানেই কষ্ট থাকবে জীবন আছে মানেই আঘাত আসবে। জীবন আছে মানেই মন ভাঙবে জীবন আছে মানেই বিশ্বাসঘাতকতা থাকবে। জীবন আছে মানেই কেউ বেঈমানি করবে জীবন আছে মানেই তোমায় বাঁচতে হবে। জীবন আছে মানেই কাছের মানুষকে হারাতে হবে, জীবন আছে মানেই তোমাকে প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড সংগ্রাম করে বাঁচতে হবে। আর জীবন আছে বলে তো সুখের সন্ধান এতো কষ্টের হয়। সত্য পথে চলো হয়তো কষ্ট হবে কিন্তু মনে রাখ জয়টা একদিন তোমারই হবে, ইনশাআল্লাহ।                          — লায়ন নবাব হোসেন মুন্না।

সূত্র – অনলাইন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =

এ জাতীয় আরো খবর..