শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর ও লালমনিরহাটে গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার(১৫জুন) বিকেলে প্রায় ৫শতাধিক বিভিন্ন জাতের চারা রোপণ করেছে নেতা কর্মীরা।
সংগঠনের মহাসচিব কেএম শহীদ উল্যার নির্দেশে বিভাগীয় দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজুর নির্দেশনা ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সুইটের তত্ত্বাবধানে চারাগাছ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা শাখার সভাপতি রাজু মিয়া রঞ্জুর সহযোগিতায় কর্মসূচি সফল করেন জেলা শাখা এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাপ্পি ও উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মশিয়ার রহমান।
এদিকে লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নে চারাগাছ রোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বদিউজ্জামান। চারাগাছ রোপণ কর্মসূচিটি আগামী আগস্ট মাস পর্যন্ত অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছে।
Leave a Reply