মোহাম্মদ মাসুদ,চট্টগ্রাম।
Happy New Year 2021.
নতুন বছর কে স্বাগত জানাই নতুন কিছুর প্রত্যাশায়। ২০২০ সাল পুরো পৃথিবীর জন্যই ছিলো বিভীষিকাময় একটি বছর। ২০২১ সাল সবার জীবনেই বয়ে আনুক সুখ শান্তি আর সমৃদ্ধি আর দূর হোক করোনাভীতি। বিশ্ব আবার ফিরে আসুক স্বমহিমায়। স্বাগতম ২০২১।তাই সকলেই শুভেচ্ছা অভিনন্দন শুভনববর্ষ ২০২১ইং।
নতুন বছর বয়ে আনুক সকলের সুখ-শান্তি আর সম্বৃদ্ধি।তাই রকমারি ফুলের বিপুল সমাহরে পরিপূর্ণ হয়েছে ভিন্ন ভিন্ন আকর্ষণীয় ফুলের বাহারে। সু মিষ্ট মোহনীয় ফুলের মনকাড়া গন্ধে মাতয়ারা।এবং রূপ লাবণ্যের ছন্দে জীবনের অনাবিল আনন্দের মোহনায়। বলছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থান হিসাবে সু-পরিচিত ফুলের জন্যে বিখ্যাত চেড়াগী পাহাড়ের মোড়ের ফুলের দোকানের কথা।আজ হাজারো ফুলের চমৎকার সংগ্রহের অনন্য সাজে সেজেছে নববর্ষকে কেন্দ্র করে।ফুলপ্রিয় ক্রেতাদের ভীড়ে মূখরিত সকল ফুলের দোকান।
পুরোনো গ্লানি হতাশা আর ব্যর্থতাকে ভূলে নিত্য নতুন সফলতায় পরিপূর্ণ হোক সবার জীবন।তাই আবারও সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন
শুভ নববর্ষ।
Leave a Reply