লালমনিরহাট পৌরসভার নব- নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহন করলেন। শত শত নেতা কর্মী ফুল দিয়ে, হাত নাড়িয়ে মেয়র স্বপন সহ কাউন্সিলরদের শুভেচ্ছা জানায় এসময়। বৃহস্পতিবার ১১মার্চ দুপুর ১২টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হল রুমে, রংপুর বিভাগের লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঁইয়া। শপথ বাক্য পাঠ ও অন্যন্য আনুষ্ঠানিকতা শেষ করে, নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলর গন রওয়ানা হন লালমনিরহাটের উদ্দেশ্যে। বিকাল ৪টা নাগাদ লালমনিরহাট জেলার প্রবেশ দ্বার তিস্তা সেতুর টোল প্লাজায়, মেয়র স্বপন সহ কাউন্সিলর গন এসে পৌছায়। হাজার হাজার নেতা কর্মী ফুলের মালা দিয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের বরন করে নেন এসময়। তিস্তা টোল প্লাজা হতে মেয়র ও কাউন্সিলরদের নিয়ে, মোটর সাইকেল শোভাযাত্রাটি শহরে ছয়টা নাগাদ প্রবেশ করে। শহরে প্রবেশ করে প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান করেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন। সেখান থেকে মোটর শোভা যাত্রা সহকারে নিজ কার্যালয় লালমনিরহাট পৌরসভা চত্বরে প্রবেশ করেন নবনির্বাচিত মেয়র।এসময় পৌর প্রশাসন নবনির্বাচিত মেয়র কে ফুল দিয়ে বরন করে মেয়র কার্যালয়ের দিকে নিয়ে যান। আনুষ্ঠানিক দ্বায়িত্ব গ্রহন করা শেষ হলে এদিন বিলম্ব না করে সকল নেতা কর্মী নিয়ে তার বাসভবনের দিকে রওয়ানা হন মেয়র রেজাউল করিম স্বপন। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে যোগ দিতে মেয়র স্বপনের সাথে তার স্ত্রী মিসেস জাকিয়া সুলতানা রিমু, তার দুই কন্যা ও একমাত্র পুত্র সন্তান সহ নব নির্বাচিত কাউন্সিলর গন সফর সঙ্গী হিসেবে ছিলেন।
Leave a Reply