মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৫১ পূর্বাহ্ন

লালমনিরহাট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন।

স্টাফ রিপোর্টার: মোঃবদিউজ্জামান চৌধুরী, লালমনিরহাট।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৭৪৮ বার পঠিত

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তীতে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

লালমনিরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আজ শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে লালমনিরহাট জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। আজ মহান স্বাধীনতা দিবস আজ ২৬ মার্চ। বাঙালির শৃৃঙ্খল মুক্তির দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ সালের এদিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন আজ। ভয়াল ‘কালরাত্রি’র পোড়া কাঠ, লাশ আর জননীর কান্না নিয়ে রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের ২৬ মার্চ। সারি সারি স্বজনের মৃতদেহ। আকাশে কুন্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া। জ্বলে উঠল মুক্তিকামী মানুষের চোখ, গড়ল প্রতিরোধ। মৃত্যুভয় তুচ্ছ করে ‘জয় বাংলা’ স্লোগান তুলে ট্যাঙ্কের সামনে এগিয়ে দিল সাহসী বুক। আজ থেকে ৫০ বছর আগের ঠিক এমনি এক ভোররাতে পাক বাহিনীর গণহত্যার বিরুদ্ধে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে জীবনপণ সশস্ত্র লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। ঘোরতর ওই অমানিশা ভেদ করেই দেশের আকাশে উদিত হয় স্বাধীনতার চিরভাস্বর সূর্য। বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছিল একাত্তরের আজকের এই দিনে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 7 =

এ জাতীয় আরো খবর..