বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে প্রতিবন্ধী পেলো হুইল চেয়ার।

স্টাফ রিপোর্টার: মোঃবদিউজ্জামান চৌধুরী, লালমনিরহাট।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৫২৪ বার পঠিত

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহায়তায় লালমনিরহাটে দুই অসহায় প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) বিকেলে লালমনিরহাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ার পাওয়া দুই ব্যাক্তি হলেন, কালিগঞ্জ উপজেলার বানিনগর এলাকার প্রতিবন্ধী হৃদয় মিয়া ও তুষভান্ডার মিয়াপাড়ার আসাদুল মিয়া। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র লালমনিরহাটের সহযোগিতায় বিনামূল্যে হুইল চেয়ার দুটি বিতরণ করা হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জেলার বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধীদের যে কোন সমস্যায় সহযোগিতা করে আসছে। তাদের বিভিন্ন সেবা প্রদানসহ অসহায়দের মাঝে বিনামূল্যে হুইল চেয়ারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এদিকে হুইল চেয়ার পেয়ে দুজনেই কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বিশিষ্ট সমাজসেবক, অর্কিড এন্টারপ্রাইজের মালিক এন জামান দিনু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =

এ জাতীয় আরো খবর..