লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের বুদার বাশের তল এলাকায় একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সদর থানার ওসি শাহা আলম অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহটি শনাক্ত করণের কাজ চলছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ মে )সকালে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে কয়েকজন মহিলা পাট ক্ষেতে ঐ মরদেহ দেখতে পেয়ে চিল্লা চিল্লি করে।তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে।পরে তারা থানা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় লাশের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে তার ব্যবহৃত কিছু কাপড় ও একটি কম্বল জব্দ করেছে পুলিশ।
Leave a Reply