প্রত্যন্ত পার্বত্য এলাকাতেও বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ সরকার নিয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বলেছেন, এরপরও যেসব দুর্গম এলাকায় সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ যাবে না, সেসব এলাকা আলোকিত করা করা হবে সোলার প্যানেলের মাধ্যমে।
শুক্রবার দুপুরে বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৈক্ষ্য ইউনিয়নের ৩৩৮টি পরিবারের মধ্যে সোলার প্যানেল বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পাহাড়ের আনাচে-কানাচে বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণের কাজ চলছে। যেখানে বিদ্যুৎ লাইন বসানো যাবে না, সেমসব দুর্গম পাহাড়ি এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে যাবে। সোলারের মাধ্যমে সেসব এলাকাও ডিজিটাল সুযোগ-সুবিধায় অন্তর্ভুক্ত হবে।
চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) হারুন অর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফুর রহমান, বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুরসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা উপজেলার কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জাম কম্বাইন্ড হারভেস্টার ও রাইস ট্রান্সপ্ল্যান্টার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
Leave a Reply