লালমনিরহাটের আদিতমারীর প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের বিভিন্ন হাট-বাজার গুলোতে ,ডিম,মুরগী শাক-সবজি সহ, লাগামহীন ঘোড়ার ন্যায় বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নিত্য প্রোয়োজনীয় দ্রবের মূল্য ।
কয়েকদিনের ব্যবধানে,আগের তুলনায়,বর্তমান বাজারে মুরগীর দাম প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ২০টাকা পর্যন্ত এবং প্রতি ডজন ডিমে বৃদ্ধি পেয়েছে ২৪টাকা। আর বিভিন্ন জাতের,আগাম শীতের সবজিতে বৃদ্ধি পেয়েছে ১০-১৫টাকা পর্যন্ত।
গতকাল উপজেলা আদিতমারীর প্রত্যন্ত এলাকার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়।প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে,২৪০-২৬০টাকাতে।যা গত সপ্তাহে ছিল ২২০-২৩০ টাকা পর্যন্ত।এর সাথে সাথেই বাজারে বৃদ্ধি পেয়েছে ব্রয়লার মুরগির ডিমের দাম।প্রতি ডজন ডিম বাজারে বিক্রি হচ্ছে বর্তমানে ১৪0-১৫০টাকাতে।যা কয়েক দিন আগে প্রতি ডজন বিক্রি হতো ১১০-১২০টাকা পর্যন্ত। তবে কাচা-বাজার ঘুরে দেখা গেছে ,সবজি ব্যবসায়ীরা,শীতের আগাম সবজি গুলো বাজারে এনেছে।
এদিকে তালুকদুলালী,লোহাকুচি, বাগদদীরবাজার, হাজীগঞ্জ,ভেলাবাড়ী,শটিবাড়ী,দূর্গাপুর,সাংকারচ ওড়া,বাজারে, শীতের আগাম সবজির দৃশ্য।আলু পটল মুলা বেগুন কদর ঝিঙে চিচিঙ্গা বরবটি শিম লাউশাক লালশাক কচু সহ আরও বিভিন্ন জাতের সবজি।বাজারে আসা ক্রেতাদের অভিযোগ শীতের আগাম সবজি গুলো বিক্রি হচ্ছে অত্যন্ত চড়া দামে,বাজারে এসে হিমশিম খাচ্ছে অনেক নিম্ন আয়ের ক্রেতাগন। এছাড়াও অধিক হারে অত্যন্ত বৃদ্ধি পেয়েছে ভোজ্য চাল, ডাল ,তেল, চিনিতে, এর সাথে বৃদ্ধিতে রয়েছে বিভিন্ন জাতের মাছের দাম।
প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ ক্রেতাগণ ই,খেটে-খাওয়া দিনমজুর বা,নিম্ন আয়ের পেশাজীবি । বাজারে আসা ক্রেতা ওহাব আলী,বজলে রহমান ,আজিজ মিয়া,আফজাল হোসেন সহ,আরও স্থানীয় অনেক ক্রেতাগণ ই,জানান বাজার মনিটরিং ব্যবস্থা গ্রহন করে,দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল রাখার জন্য কর্তূপক্ষের প্রতি সদোয় প্রার্থনা করেন।
Leave a Reply