বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন

লকডাউনের গাইবান্ধায় ৫টি মামলায় জরিমানা ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৬০৯ বার পঠিত

গাইবান্ধায় লকডাউনের স্বাস্থ্য বিধি না মানা ও নিষেধাজ্ঞা অমান্য করে লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনা এবং মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়ের নেতৃত্বে করোনা সংক্রমণ ও বিস্তাররোধ কল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলার কুপতলা গোডাউন বাজারে লাইসেন্স ব্যাতিত ফার্মেসী পরিচালনা এবং মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে পৃথক ৫টি মামলায় ১৩ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জাগরণকে বলেন, জনসচেতনতা সৃষ্টি করতেই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পাশাপাশি জেলা প্রশাসনের প থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − thirteen =

এ জাতীয় আরো খবর..