লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা নির্বাচনে গতকাল মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিনে ২ শতাধিক কর্মী-সমর্থক নিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আওয়ামীলীগ নেতা মোঃ ইউসুফ। তিনি আসন্ন ২৮ ফেব্রুয়ারি তারিখের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থন কামনা করেছেন। তিনি দীর্ঘদিন ব্যাবসা ও সাংবাদিকতার পাশাপাশি এলাকার অসহায় মানুষদের আর্থিক ও সামাজিকভাবে উন্নয়নে কাজ করে আসছেন। করোনাকালীন সময়ে তিনি এলাকার গরীব-দুঃখী মানুষদের ব্যাপকভাবে খাদ্য সহায়তা করেছেন। এই শীতে তিনি এলাকার খেটে-খাওয়া মানুষদের মাঝে কম্বল বিতরন করেছেন। উচ্চ শিক্ষিত, মানবিক ও সামাজিক ব্যাক্তি হিসেবে তিনি এলাকায় সমাদৃত। মনোনয়ন পত্র জমা দিয়ে একান্ত সাক্ষাতে তিনি বলেন, নিপীড়িত মানুষদের সহযোগিতা করার লক্ষ্যে আসন্ন পৌর নির্বাচনে রায়পুর পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করবো। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকায় যে হারে আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমার জয় হবে ইনশাআল্লাহ্।
Leave a Reply