আসন্ন লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটকে বিজয় করার লক্ষ্যে টানা পঞ্চম দিনের নির্বাচনী সভা করেছে রায়পুর পৌর আওয়ামিলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর পৌর শহরের ০৭ নং ওয়ার্ড দক্ষিন কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খন্ড খন্ড মিছিল সমেত ওয়ার্ডের বিভিন্ন জায়গায় থেকে আগত নেতা কর্মীদের সমন্বয়ে বিপুল সংখ্যক জনসমাগমের মধ্যে দিয়ে রায়পুর পৌর ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, রায়পুর পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন, রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, জেলা আ’লীগের সদস্য এড. মিজানুর রহমান মুন্সী সহ অন্যান্যরা। সভায় জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রতীক (নৌকার প্রার্থী) গিয়াস উদ্দিন রুবেল ভাটকে আগামী ২৮ ফেব্রুয়ারী বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে বাংলাদেশ আ’লীগের হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তাগন।
Leave a Reply