সিরাজগঞ্জের রায়গঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেছেন রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
(২৯ই এপ্রিল) বৃহস্পতিবার বিকাল ৩টায় চান্দাইকোনা খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য ডা: গজেন্দ্রনাথ মাহাতো, ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন, সোনাখাড়া ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ। এরপর প্রধান অতিথি সরাসরি কৃষকের নিকট থেকে ২ টন ৯ শত ৬০ কেজি ধান ক্রয় করে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন।
Leave a Reply