শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন

রাস্তার উপর নির্মিত স্থাপনা ভেঙে দিলো সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৫৬৭ বার পঠিত

দুপুর ২টার দিকে ময়মনসিংহ নগরীর স্থানীয় বলাশপুর এলাকায় রাস্তার উপর অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ভেঙ্গে দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান বলেন-সাবেক ময়মনসিংহ পৌরসভা কর্তৃক নির্মিত ৬ ফুট প্রশস্ত রাস্তা উদ্ধার করেন। যার ফলে ভেঙে ফেলা স্থাপনার অপরপাশে অবস্থিত প্রায় ১০টি পরিবারের যাতায়াতের জন্য রাস্তা আজ উন্মুক্ত হলো।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনাবিদ মানস কুমার বিশ্বাস, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =

এ জাতীয় আরো খবর..