আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে নতুন করে মাথা চাড়া দিচ্ছে পাহাড়ের সশস্ত্রধারী সংগঠনগুলো। একের পর এক ফন্দি এটে চলেছে তারা।কখোনো নিজেদের মাঝে আধিপত্য বিস্তারে গোলাগুলি, হত্যা কিংবা অপহরন, এসব কিছুই পাহাড়ের নিত্যদিনের কর্মে পরিনত হয়েছে। রাঙ্গামাটির পৌর নির্বাচন ছেড়ে দিয়ে তারা এখন ঝুকেছে আসন্ন ইউপি নির্বাচনের দিকে। আমদানি করছে হামলার পুর্ব প্রস্তুতির জন্য সম্ভাব্য অস্ত্রসামগ্রী । তারই ধারাবাহীকতায় গতকাল ১৯/০২/২১ ইং তারিখ রাত ০৭ঃ৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আনোয়ার সংগীয় ফোর্স সহ যৌথ বাহিনীর সহায়তায় বাংগালহালিয়া বাজারস্থ পাহাড়িকা লাইব্রেরীর গলির ভিতরে জনৈক প্রদীপের মুদির দোকানের বাম পাশে সিড়ির গোড়ায় আসামী সুইচাচিং মারমা (৫৩)পিং-মৃত থোয়াইসা প্রু মারমা সাং-৩৩১, গাইন্দা হেড ম্যান পাড়া থানা-রাজস্থলী জেলা -রাঙ্গামাটি কে আটক করেন। এসময় তার হাতে বহন করা একটি সাদা প্লাস্টিক এর বস্তার ভিতর শুকনা মরিচের ভিতরে লুকানো প্যাকেট করা ৩০০ টি কার্তুজ পেয়ে জব্দ করেন পুলিশ। পুলিশের একটি সুত্র জানান, আসামী কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি সন্ত্রাসী দলগুলো এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে পার্শ্ববর্তী দেশ এর মিজোরাম হতে বান্দরবান রোয়াংছড়ি হয়ে বাংগালহালিয়া এলাকায় গুলি গুলো আনা হইয়াছিল। এই বিষয়ে রাজেস্থলীতে অস্ত্র আইনে আসামীর বিরূদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক তদন্ত অব্যাহত আছে বলে জানান তারা।
Leave a Reply