রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক নানিয়ারচর উপজেলার প্রশিক্ষিত যুব ও মহিলাদের মাঝে ৮০ টি সেলাই মেশিন বিতরন করা হয়। উপজেলার সকল সম্প্রদায়ের যুব মহিলাগণ নব ভোটার আইডি ও ছবি প্রদানসহ স্বাক্ষর করে নিজের সেলাই মেশিন গ্রহণ করেন।
শতভাগ সচ্ছলতা নিচ্ছিত করার জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ইলিপন চাকমা সকল সেলাই মেশিন বহনকারী গাড়ী থেকে পরিষদ চত্তর হইতে নিজে উপস্থিত থেকে পাহাড়ি, বাঙ্গালী, মার্মা, হিন্দু সহ সকল সম্প্রদায়ের মানুষ কে সমান হারে গুরুত্ব প্রদান অত্র বিতরন কাজ সম্পর্ণ করেন। বিতরনের সময় সংশ্লিষ্ট ঠিকাদার লক্ষণ বাবু সহ নানিয়ারচর উপজেলার স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সকল সুফল ভোগীদের নিকট রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য জনাব ইলিপন চাকমা আগামীর জন্য নৌকা মার্কায় ভোট চান এবং সংসদ সদস্য জনাব দীপংকর তালুকদার এমপির জন্য দোয়া করার জন্য সবার কাছে আহ্বান জানান।
Leave a Reply