আগামীকাল হতে দুই সপ্তাহ রাঙামাটি পার্বত্য জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন কতৃক কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। করোনা সংক্রামন প্রতিরোধে রাঙামাটির সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র প্রাথমিক ভাবে ০২ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এছাড়াও আগামীকাল হতে দুই সপ্তাহ ফার্মেসী ছাড়া সকল প্রকার দোকানপাট রাত ৮ টার পর বন্ধ থাকবে। সকল গণপরিবহন ৫০% যাত্রী পরিবহন করবে।
পর্যটন স্থান বন্ধ থাকবে, বিদেশী টুরিস্টদের অনুমতি প্রদান বন্ধ করা হয়েছে। স্থানীয় বাজারগুলো স্বাস্থ্যবিধি মেনে বসাতে হবে। করোনা পজেটিভ রোগী অবশ্যই হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদেশ থেকে আগত সকলকে ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। আজ দেশে করোনা আক্রান্তের রেকর্ড সর্বোচ্চতে গিয়ে ঠেকেছে। নতুন রোগী ৫,৩৫৮ জন আর করোনায় আরো ৫২ জনের।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply