ভোর রাত থেকে মুশলধারে কখনও গুরিগুরি বৃষ্টি হলেও থেমে নেই প্রশাসন।
সরকারী নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে লকডাউনের প্রথম দিন পার করলেন রাঙামাটির জেলা ও উপজেলা প্রশাসনগুলো।দিনের শুরু থেকেই লকডাউন মনিটরিং কমিটি সুসজ্জিত হয়ে রাঙামাটি শহরের বনরুপা,কলেজগেইট,রিজার্ভবাজার ও তবলছড়িসহ বিভীন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অভিযান চালান। বিধি-নিষেধ বাস্তবায়নে রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ,বিজিবি ও সেনাবাহিনী কঠোরভাবে মাঠে অবস্থান করছেন। রাঙামাটি জেলার অন্তর্গত বরকল,লংগদু,বাঘাইছড়ি, বিলাইছড়ি, নানিয়ারচর,রাজেস্থলী,কাপ্তাই, জুরাইছড়ি এবং কাউখালী উপজেলাগুলোতেও যথাযতভাবে লকডাউন পালিত হচ্ছে। স্ব স্ব উপজেলার ইউএনও, থানা কর্মকর্তা,বিজিবি ও সেনাবাহিনী সার্বক্ষণিক মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
Leave a Reply