আজ মহান একুশে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙামাটি জেলাবাসী। সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামনুর রশীদ শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে একুশের অনুষ্ঠান মালা শুরু হয়। পরে বীর মুক্তিযোদ্ধারা, রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও পরিষদের সদস্যবর্গ, রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মীর মোদাছ্ছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে ড. প্রকাশ কান্তি চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের পক্ষে জেলা সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর সহ রাঙ্গামাটি পৌরসভা সহ রাঙ্গামাটির বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ করেন। শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পনের সাথে সাথে নেতৃবৃন্দরা শহীদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করেন।
Leave a Reply