বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন

রমজানের ৬ষ্ঠ দিনে কমেনি মৃত্যুর সংখ্যা করোনায় আজও ১১২ জনের মৃত্যু, শনাক্ত হয়েছে ৪২৭১

মোঃহারুনুর রশিদ-কচুয়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪৬২ বার পঠিত

মহাখালির করোনা ডেডিকেটেড হাসপাতালের ভেতরে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জনে। গতকাল রবিবার ও করোনায় সর্বোচ্চ ১০২ জনের মৃত্যুর খবর জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় ১১২ জন মারা যাওয়া ছাড়াও নতুন শনাক্ত হয়েছেন ৪ হাজার ২৭১ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ২২১ জন। রবিবার ৩ হাজার ৬৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলো। এর আগে সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনে শুক্রবার প্রথমবারের মতো দেশে একদিনে করোনায় মৃত্যু একশ’ (১০১) ছাড়ায়। পরে শনিবারও (১৭ এপ্রিল) একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়। এ দিকে সচেতন হচ্ছে না সাধারণ জনগন।হাট বাজার,মার্কেট, চাস্টল গুলো সন্ধ্যার পর বেড়েই ভিড় আর ভিড়। সচেতনতামূলক কিছু বলতে গেলে শুনতে হচ্ছে বিভিন্ন ধরনের অজুহাতের গল্প না হয়,প্রতিবাদমূলক কথা। তাই সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি সচেতন হউন,নিরাপদে থাকুন, পরিবার পরিজনকে নিরাপদে রাখুন,মুখে মাস্ক ও নিয়মিত স্যানেটেশন ব্যবহার করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =

এ জাতীয় আরো খবর..