বুধবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগরীর স্থানীয় কাঠগোলা বাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট নির্মাণসহ বিভিন্নভাবে গড়ে উঠা অবৈধভাবে স্থাপনা নির্মান করার দায়ে ৭টি মামলসহ বিভিন্ন অংকের অর্থদন্ডে দন্ডিত করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রট রাজিব উল আহসান।
উপস্থিত ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন-আগামী বুধবারের মধ্যে সকল প্রকার অবৈধ স্থাপনা প্রত্যেকে নিজ দায়িত্বে সড়িয়ে ফেলুন। তা না হলে আজকের পর আমরা আরো কঠোর অবস্থানে যাবো।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন-চীফ সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, স্যানিটারি জাভেদ ইকবাল, বজ্য কর্মকর্তা মোহাম্মদ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ সিটি কর্পোরেশনের নানা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply