জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ-
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, দি চেন্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের সভাপতি এবং নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ এর গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল হক শামিম সিআইপি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৩০শে ডিসেম্বর বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর শাহা।
ময়মনসিংহ জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর শাহা বলেন- জ্বর ও গলা ব্যথা অনুভব করলে আমিনুল হক শামীমকে বুধবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে রাতেই তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
তার আশু রোগ মুক্তির জন্য মহান আল্লাহ্পাকের কাছে রহমত কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রর্থণা করেছেন মোঃ আমিনুল হক শামিম এর ছোট ভাই ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মহান আল্লহপাক উনাকে সুস্থ্যতা দান করে ঘরে আসার তৌফিক দান করুন। আমিন।
Leave a Reply